
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের সমর্থনে মুখ খুললেন বলিউড পরিচালক বনি কাপুর। সন্ধ্যা প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এ অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন পরিচালক বনি কাপুর। তিনি বলেন, একবার দেখেছিলাম রাত ১টায় অজিতের ছবি মুক্তি পাচ্ছে। ২০ থেকে ২৫ হাজার মানুষ এসেছিলেন। ছবি দেখে বেরিয়েছিলাম ভোর ৪টায়। তখনো তারা ছিলেন। আমি শুনেছি— রজনীকান্ত, চিরঞ্জীবী অথবা আজকের তারকা যেমন জুনিয়র এনটিআর, রামচরণ ও মহেশ বাবুর ছবি নিয়েও একই উন্মাদনা রয়েছে।
সন্ধ্যা প্রেক্ষাগৃহের প্রসঙ্গ তুলে পরিচালক বলেন, পদপিষ্ট হওয়ার ঘটনার ক্ষেত্রে টিকিটের দাম একটা বড় ভূমিকা পালন করে। সে জন্যই আল্লু অর্জুনকে অযথা দোষারোপ করা হচ্ছে বলে মনে করেন তিনি। বনি কাপুর বলেন, অযথাই আল্লু অর্জুনকে টেনে আনা হচ্ছে এবং দোষারোপ করা হচ্ছে এক অনুরাগীর মৃত্যুর জন্য। এ ঘটনা সম্পূর্ণভাবে ভিড়ের জন্যই হয়েছে।
গ্রেফতার হয়ে এক রাত সংশোধনাগারে ছিলেন অভিনেতা আল্লু অর্জুন। জামিন পেয়ে বেরিয়ে এসে তিনি বলেছিলেন— আমি ভালো আছি। চিন্তার কোনো কারণ নেই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লু অর্জুন বলেন, আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হয়, করব।
কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৪