ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সাদা শার্ট ও খোলা চুলে স্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন শাহরুখ

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৫ - ০১:৪২:৫১ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে শক্তিশালী দম্পতির তকমা রয়েছে। তারকা হয়ে ওঠার আগে থেকে গৌরী খানের সঙ্গে প্রেম বাদশাহ শাহরুখ খানের। তারপর কেটে গেছে অনেকটা সময়। বর্তমানে তারা তিন ছেলেমেয়ের বাবা-মা। কিন্তু এখনো ইন্ডাস্ট্রিতে সুপার ‘পাওয়ার কাপল’ শাহরুখ ও গৌরী। তবে শুরুর দিকে প্রেমের পথ নাকি খুব একটা মসৃণ ছিল না তাদের। বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে হয়েছিলেন এ যুগল। নিজেদের বোঝাপড়াতেও সমস্যা হয়েছে একাধিকবার। এমনই এক ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বলি বাদশাহ শাহরুখ খানের অধিকারবোধ নাকি প্রবল ছিল। স্ত্রী গৌরীর ওপর নানা নিয়ম জারি করেছিলেন তিনি। কেমন পোশাক, কেমন সাজ হবে, তা-ই নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছিলেন কিং খান। সেই কথাই গৌরী সেই ভিডিওতে বলেছেন। যে কোনো ধরনের সাদা রঙের শার্ট পরা নিষেধ ছিল গৌরীর। কারণ শাহরুখ মনে করতেন, সাদা রঙের শার্ট খুবই স্বচ্ছ হয়। তিনি বলেছিলেন—তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বেরোনোর অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না।

এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছিলেন, গৌরীকে তিনি নিয়ন্ত্রণ করতে চাইতেন। বাদশাহ বলেন, নিয়ন্ত্রণ করার জন্য আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। তবে এই খারাপ হয়ে ওঠার ব্যাপারটা আমি বেশ উপভোগ করি। শাহরুখের এমন আচরণের সঙ্গে কীভাবে মানিয়ে নিয়েছিলেন গৌরী?—এ প্রশ্নের উত্তরে শাহরুখপত্নী বলেন, আমি ওকে আমার জীবন থেকে মেরে বার করে দিই বেশ কিছু দিনের জন্য। ওর একটা শিক্ষার দরকার ছিল। উল্লেখ্য, ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীকে বিয়ে করেন শাহরুখ খান। তাদের দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খান এবং এক মেয়ে সুহানা খান।

 

 

কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৪

▎সর্বশেষ

ad