ইয়েমেনের হুথি অঞ্চলে সামরিক অভিযান চালাল যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৫ - ০৯:৩৫:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায় আঘাত হানা হয়।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয় যে, এই অভিযান ইরান সমর্থিত হুথিদের কার্যক্রম বন্ধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সেন্ট্রাল কমান্ডের চেষ্টার অংশ। তাদের ভাষ্য, ‘এই অভিযানগুলো ইরান সমর্থিত হুথিদের আঞ্চলিক অংশীদারদের এবং ওই অঞ্চলে সামরিক ও বানিজ্যিক জলযানগুলিকে হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খর্ব করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ।’

অন্যদিকে, হুথির মুখপাত্র অভিযানের নিন্দা জানিয়ে এটিকে ‘স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরাইলের প্রতি সমর্থন’ বলে উল্লেখ করেছেন। হুথিরা সম্প্রতি ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আঞ্চলিক জলযানগুলোতে এক বছরের বেশি সময় ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তারা বলছে, এই আক্রমণ ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশের অংশ। এই ঘটনায় ইয়েমেনসহ পুরো অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৪

▎সর্বশেষ

ad