
ডেস্ক নিউজ : জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে সহযোগিতা পেতে হলে হাসপাতালের চিকিৎসাপত্রের সত্যায়িত কপি লাগবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
চলতি (জানুয়ারি) মাসে শহিদ পরিবারগুলোকে আবারও বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান সারজিস। তিনি বলেন, জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা সরকারি মতে ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহিদ পরিবার। ফাউন্ডেশনের তহবিলে কত টাকা আছে এবং কত সহযোগিতা দেওয়া হয়েছে- তার হিসাবও দেন সারজিস।
তিনি জানান, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে প্রায় ৪৭ কোটি ৩২ লাখ টাকা।এখনও ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে। সারজিস বলেন, আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।
কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২