ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের

Anima Rakhi | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ - ০২:৫৪:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মদ আলি আল-হুতি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা চালানো হলে তারা মার্কিন স্বার্থে পাল্টা আঘাত করবেন।

একটি ভিডিও বার্তায় আল-হুতি বলেন, আমেরিকানদের সতর্ক করছি, ইয়েমেনে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের স্বার্থে আঘাত করব। কোনো সীমারেখা আমাদের থামাতে পারবে না। তিনি আরও যোগ করেন, গাজা এবং ইয়েমেনে ইসরায়েলের হামলা বন্ধ না হলে আমরা স্পর্শকাতর মার্কিন সম্পদে আঘাত করে আমাদের বার্তা পৌঁছে দেব।

যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড (CENTCOM) একটি ছবি প্রকাশের পর এই হুঁশিয়ারি দিল হুতিরা। ওই ছবিতে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিতে দেখা যায়।

যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলা বন্ধ করতে এই অভিযান চালাচ্ছে।

গাজায় যুদ্ধবিরতি চেয়ে চাপ তৈরি করতে হুতি বিদ্রোহীরা এই হামলা শুরু করেছে। এর অংশ হিসেবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা কয়েক ঘণ্টা আগে সফলভাবে আটক করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যদি এই হামলা বন্ধ না হয়, তাহলে হুতি নেতাদের ওপর সরাসরি আঘাত হানা হবে।

ইসরায়েলের গাজা আক্রমণ এবং ইয়েমেনে মার্কিন অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। হুতিদের সাম্প্রতিক হুমকি এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।

কিউটিভি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad