
বিনোদন ডেস্ক : সেন্ট কিটসে তিন পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ প্রথম দুই ওভারে ৯ রান তোলে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই রাদারফোর্ডের হাতে সহজ ক্যাচ তুলে দেন আগের দুই ম্যাচে চল্লিশ পেরোনো তানজিদ তামিম। ৫ বলে ডাক মেরেছেন তিনি। তামিম আউট হওয়ার এক বল পরই লিটন কুমার সাজঘরে ফেরেন।
ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। ২ উইকেটে বাংলাদেশের রান ৩৬। ৯ রান নিয়ে সৌম্য ও ২০ রান নিয়ে মেহেদী ব্যাট করছেন। শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম এবং নাহিদ রানার বদলি হিসেবে একাদশে এসেছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং হাসান মাহমুদ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ জয়ী একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছে।
চোটের কারণে নেই জেডন সিলস। একাদশে ফিরেছেন পেসার আলজারি জোসেফ, আলিক আথানজে। তাছাড়া অভিষেক হচ্ছে আমির জাঙ্গু ও জেডি ব্লেডসের।
কিউটিভি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৮