ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

৩৮ বছরেই অবসরে নানি

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৮:৫৪:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন পর্তুগিজ ফুটবলার নানি। রোনালদো-রুনি-তেভেজদের ভিড়েও নিজের জাত চিনিয়েছেন এই ফুটবলার। অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ অবসরের সিদ্ধান্ত জানিয়ে নানি লিখেছেন, ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। অবিশ্বাস্য এক যাত্রা ছিল। ক্যারিয়ারের উত্থান-পতনে যারা আমাকে সহায়তা ও সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার আমাকে অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। সময় হয়েছে জীবনে নতুন অধ্যায় যোগ করার। নতুন লক্ষ্যে এবং স্বপ্নে মনোযোগ দিতে চাই। শিগগিরই দেখা হবে।’

নানির ক্লাব ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে, নিজ দেশের ক্লাব স্পোর্তিং সিপির জার্সিতে। এই ক্লাবের হয়ে দুই বছর খেলেন তিনি। এরপর স্যার অ্যালেক্স ফার্গুসনের ডাকে ২১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির হয়ে চারটি লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন তিনি।

 ২০১৫ সালে ইউনাইটেড ছাড়ার পর ফেনেরবাচ, ভ্যালেন্সিয়াসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন। সবশেষ নিজ দেশের ক্লাব এস্ত্রেলার জার্সিতে দেখা গেছে তাকে। ১৯ বছরের ক্যারিয়ারে ৪৫৫ ম্যাচে ৯৭ গোল করেছেন এই পর্তুগিজ উইঙ্গার। দেশের জার্সিতে ১১২ ম্যাচে তার পায়ে এসেছে ২৪ গোল।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad