শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে আরও এক বাংলাদেশি ক্রিকেটার

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৫:০১:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টেন ক্রিকেটের আবেদন বাড়ছে। বেশ কয়েকবছর ধরে আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে ১০ ওভারের আকর্ষণীয় ক্রিকেট উৎসব। এবার সে ধারায় শ্রীলংকাতেও আয়োজিত হতে যাচ্ছে নতুন এক টি-টেন টুর্নামেন্ট।

টুর্নামেন্টে তৃতীয় বাংলাদেশি হিসেবে নিজের খেলার কথা নিশ্চিত করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন রনি। সব ঠিক থাকলে কলম্বো জাগুয়ার্সের জার্সিতে দেখা যাবে এই ওপেনারকে।

এদিকে ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মারভেলস। আর ড্রাফট থেকে সৌম্যকে দলে টানে হাম্বানটোটা বাংলা টাইগার্স। প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে লংকান টি-টেন লিগ। ১৯ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad