ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ধনঞ্জয়া-কুশলের ব্যাটে ‘অবিশ্বাস্য’ জয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ১২:০৫:২২ এএম

স্পোর্টস ডেস্ক : ধনঞ্জয়া-কুশলের সেই আশা জাগানিয়া জুটিতে এখন অবিশ্বাস্য এক রান তাড়ার স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে এখন পর্যন্ত ৮৩ রানের জুটি গড়েছেন। তাতে ৩৪৮ রানের জবাব দিতে নেমে ৫ উইকেটে ২০৫ রানে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। ২০১৯ সালে প্রোটিয়াদের বিপক্ষে ডারবানে ৩০৪ রান তাড়া করে জিতেছে লঙ্কানরা। তবে এবার আরও ৪৪ রান বেশি দরকার সফরকারীদের।  

 
চতুর্থ দিনের খেলায় অবশ্য দাপট দেখিয়েছে শ্রীলঙ্কাই। ১৯১ রানে ৩ উইকেট নিয়ে দিন শুরু করার পর এদিন কেবল ১২৬ রান যোগ করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এত অল্প রানে আটকে দেয়ার প্রধান কৃতিত্ব অবশ্য প্রভাত জয়সুরিয়ার। ৩৪ ওভার হাত ঘুরিয়ে ১২৯ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
 
আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা টেম্বা বাভুমা এদিন আরও ১৮ রান যোগ করেন। ৩ রানের জন্য ফিফটি থেকে বঞ্চিত হন ত্রিস্তান স্টাবস। ছয়ে নামা ডেভিড বেডিংহ্যাম যোগ করেন ৩৫ রান। শেষদিকে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৩১৭ রানে থামে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস।
 
জবাব দিতে নেমে ১২২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস এবং কামিন্ডু মেন্ডিসরা সবাই শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ রান করে প্যাটারসনের শিকার হয়ে ফিরেছেন নিসাঙ্কা। করুনারত্নে করেন ২৯ রান। ত্রিশের ঘরে আউট হয়েছেন চান্দিমাল এবং ম্যাথুস। ধনঞ্জয়া এবং কুশল দুজনেই ৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। 

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/রাত ১২:০০

▎সর্বশেষ

ad