
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নৌবাহিনী থাইল্যান্ডের কয়েকটি মাছ ধরার নৌকায় গুলি চালিয়েছে, এতে এক জেলে ডুবে মারা গেছেন।এ সময় ৩১ জেলেকে আটক করা হয়েছে।
শনিবার মিয়ানমারের জলসীমার সাত দশমিক চার থেকে ১০ দশমিক ছয় কিলোমিটার ভেতরে এই ঘটনা ঘটে বলে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
মুখপাত্র থানাটিপ সাওয়াংসাং এক বিবৃতিতে জানান, ১৫টি থাই মাছ ধরার ট্রলারের মধ্যে দুটি মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল এবং সেগুলোর দিকে গুলি করা হয়। এই ঘটনার সময় তিনজন জেলে পানিতে ঝাঁপিয়ে পড়েন, তাদের মধ্যে একজন ডুবে মারা যান, বাকি দুইজনকে থাই নৌবাহিনী উদ্ধার করে।
নৌকাগুলোর একটিতে ৩১ জন জেলে ছিলেন, যাদের সবাইকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। থাই নৌবাহিনী তাদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা করছে বলে সাওয়াংসাং জানিয়েছেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের শাসক জান্তা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকনডেস বালানকুরা জানান, তাদের মন্ত্রণালয়ও জেলেদের মুক্তির জন্য মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং এই ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে কিনা, তা পর্যালোচনা করছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানোং প্রদেশের সঙ্গে মিয়ানমারের জলসীমা রয়েছে। এই প্রদেশের মৎস বিভাগ থাই মাছ ধরার ট্রলারগুলোকে ওই জলসীমার কাছ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকতে বলেছে।
মিয়ানমার ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র বিদ্রোহ চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
কিউটিভি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৬