ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

থাই মাছধরা নৌকায় মিয়ানমার নৌবাহিনীর গুলি, ৩১ জেলে আটক

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৩:৩৬:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নৌবাহিনী থাইল্যান্ডের কয়েকটি মাছ ধরার নৌকায় গুলি চালিয়েছে, এতে এক জেলে ডুবে মারা গেছেন।এ সময় ৩১ জেলেকে আটক করা হয়েছে। 

শনিবার মিয়ানমারের জলসীমার সাত দশমিক চার থেকে ১০ দশমিক ছয় কিলোমিটার ভেতরে এই ঘটনা ঘটে বলে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। 

মুখপাত্র থানাটিপ সাওয়াংসাং এক বিবৃতিতে জানান, ১৫টি থাই মাছ ধরার ট্রলারের মধ্যে দুটি মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল এবং সেগুলোর দিকে গুলি করা হয়। এই ঘটনার সময় তিনজন জেলে পানিতে ঝাঁপিয়ে পড়েন, তাদের মধ্যে একজন ডুবে মারা যান, বাকি দুইজনকে থাই নৌবাহিনী উদ্ধার করে। 

নৌকাগুলোর একটিতে ৩১ জন জেলে ছিলেন, যাদের সবাইকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। থাই নৌবাহিনী তাদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা করছে বলে সাওয়াংসাং জানিয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের শাসক জান্তা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকনডেস বালানকুরা জানান, তাদের মন্ত্রণালয়ও জেলেদের মুক্তির জন্য মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং এই ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে কিনা, তা পর্যালোচনা করছে। 

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানোং প্রদেশের সঙ্গে মিয়ানমারের জলসীমা রয়েছে। এই প্রদেশের মৎস বিভাগ থাই মাছ ধরার ট্রলারগুলোকে ওই জলসীমার কাছ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকতে বলেছে। 

মিয়ানমার ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র বিদ্রোহ চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কিউটিভি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৬

▎সর্বশেষ

ad