ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বুশরা ও গান্দারপুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন শাহবাজ

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৩:১৮:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দলটিকে নৈরাজ্যবাদী ও নাশকতাকারীদের দল হিসেবে মন্তব্য করেছেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। 

গত রবিবার রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন স্থানে কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ করেছেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। এতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত হয়। এ বিক্ষোভে নেতৃত্ব দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর। তাঁরা পেশোয়ার থেকে বিক্ষোভ শুরু করে ইসলামাবাদের ডি চকে জড়ো হন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত হন। এ ঘটনার জন্য বুশরা ও গান্দারপুরকে দায়ী করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ পরিস্থিতিতে, শাহবাজ শরিফের নেতৃত্বে গত শুক্রবার পাকিস্তান সরকার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, সরকারের মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান সাঈদ আসিম মুনির এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শাহবাজ শরিফ সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশেষ করে, তিনি পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেবেন এবং ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধের জন্য একটি দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়া, বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে, সরকার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন চালু করার বিষয়টি বিবেচনা করছে। 

এদিকে, দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষিতে পাকিস্তান সরকার ইমরান খানের মুক্তির দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

কিউটিভি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad