ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

Anima Rakhi | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ - ০২:০৮:৫১ পিএম

ডেস্ক নিউজ : সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন।  

আন্দোলনে অংশ নেওয়া ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া শাইনা বলেন, আমাদের সাত কলেজের বিভিন্ন সংকট ছিল। যেমন ক্লাসরুম সংকট, পড়াশোনার মান ইত্যাদি। সেসব সংকট দূর করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এতে সংকট না কমে বরং আরো বেড়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম, বর্তমান সরকার আমাদের সংকট দূর করবে। তাই আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করেছি। কিন্তু সরকার এই বিষয়ে কোনো কমিশন গঠন না করে একটি কমিটি করেছে। যার কারণে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে।  

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আসিফ বলেন, আমরা ঢাবির অন্তর্ভুক্ত হতে চাই না, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও যেতে চাই না। আমরা চাই একটি স্বায়ত্বশাসিত পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়৷ 

বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।   

কিউটিভি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৮

▎সর্বশেষ

ad