ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

এবারের মিস ইন্ডিয়া নিকিতা, কে এই তরুণী?

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০৩:৫৫:৪৮ পিএম

বিনোদন ডেস্ক : ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪’ বিজয়ী হয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল। বুধবার (১৬ অক্টোবর) রাতে মুম্বাইয়ে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে। নিকিতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ বিজয়ী নন্দিনী গুপ্তা। 

এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দাদরার রেখা পান্ডে। দ্বিতীয় রানার আপ গুজরাটের আয়ুষী ডোলাকিয়া। মিস ওয়ার্ল্ডের বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন নিকিতা। মিস ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব তথ্য জানানো হয়েছে।

মুকুট জয়ের পর নিকিতা বলেন, এই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। মুকুট পরার ঠিক আগে যে ঝাঁকুনি অনুভব করেছিলাম, তা এখনো কাটেনি। এটি এখনো আমার কাছে পরাবাস্তব মনে হচ্ছে। কিন্তু আমার বাবা-মায়ের সুখ আমাকে পরিপূর্ণ করেছে। এই যাত্রা কেবল শুরু, এখনো সেরাটা আসেনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন নিকিতা, সেখানেই তার বেড়ে ওঠা। বর্তমানে বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পড়াশোনা ও শিল্প-সংস্কৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখেছেন নিকিতা। পাশাপাশি পেশাগতভাবেও নিজেকে সমৃদ্ধ করছেন।

১৮ বছর বয়সেই একজন টিভি উপস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন নিকিতা। বহু বছর ধরে অভিনয় জগতে আছেন নিকিতা। এমনকি তিনি ‘মিস মধ্যপ্রদেশ’-এর খেতাবও জিতেছেন একসময়। এখনও পর্যন্ত ৬০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন নিকিতা, একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি যে ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। কিছুদিনের মধ্যেই তা ভারতে মুক্তি পেতে চলেছে। ‘কৃষ্ণ লীলা’ নামে ২৫০ পৃষ্ঠার একটি নাটকও রচনা করেছেন তিনি। মঞ্চের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন এই অভিনেত্রী।

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫২

▎সর্বশেষ

ad