সাইফ-কারিনার প্রেম, জানতেই চমকে উঠে কি করেন কারিশমা?

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১১:৪২:১৩ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের দুই বিখ্যাত বোন কারিশমা কাপুর এবং কারিনা কাপুর খান সম্প্রতি জনপ্রিয় কমেডি টক শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হন। শো-এর একটি অংশে কারিশমা এক মজার ও স্মরণীয় গল্প শেয়ার করেন, যেখানে তিনি কারিনার সঙ্গে সাইফ আলি খানের প্রেমের সম্পর্কের খবর জানার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কারিশমা জানান, সেই সময় তিনি লন্ডনে কেনাকাটা করছিলেন। হঠাৎ করে তার ছোট বোন কারিনা তাকে জানালেন, কিছু শোনার আগে যেন তিনি বসে পড়েন। কারিশমা আশ্চর্য হলেও একটি সোফায় বসে পড়েন। 

এরপর কারিনা তাকে জানান যে, তিনি সাইফ আলি খানের সঙ্গে প্রেম করছেন। কারিশমা বলেন, ‘আমি তখন সত্যিই সোফাটা আরও শক্ত করে ধরেছিলাম’!

কপিল শর্মা শো-তে কারিশমা কাপুর বলেন, কারিনা আমাকে প্রথমে বসতে বলেছিল। আমি তখন বুঝতে পারিনি, কেন সে এমনটা বলছে। কিন্তু আমি সত্যিই লন্ডনের একটি দোকানে সোফায় বসে পড়লাম। তারপর সে বলল, ‘আমি সাইফকে ভালোবাসি, আমরা একসঙ্গে আছি, ডেট করছি’। শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ সাইফ তো আমার বন্ধু এবং সহকর্মী ছিল।

কারিনা জানান, সাইফকে তিনিই আগে তার ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন। তার ভাষায়, ‘আমার স্বভাব অনুযায়ী, আমি আগে থেকেই সাইফকে জানিয়েছিলাম। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল যে, আমি তাকে সরাসরি বলি। সবাই জানে যে, আমি নিজেই আমার প্রিয়। তাই অন্য কাউকে জানানোর আগে সাইফকে জানানোই ছিল আমার প্রথম কাজ’।

প্রসঙ্গত, কারিনা কাপুর এবং সাইফ আলি খান ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তাশান’-এর সেটেই একে অপরের কাছাকাছি আসেন। সেই থেকে প্রেম এবং পরে ২০১২ সালের ১৬ অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তৈমুর আলি খান ও জেহ আলি খান নামে দুটি ছেলে সন্তান রয়েছে। সূত্র: বলিউড বাবলি

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪০

▎সর্বশেষ

ad