রাস্তা দিয়ে হাঁটার সময় দেয়ালচাপায় বোনের সামনে গৃহবধূর মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১১:১৫:৪১ পিএম

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের দেলদুয়ারে রাস্তা দিয়ে হাঁটার সময় দেয়ালচাপায় বোনের সামনে শিল্পী আক্তার (৩৫) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় মৃতের বোন শাহানাজ আক্তার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার উপজেলার ডুবাইল ইউনিয়নের বারকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিল্পী ওই গ্রামের জয়নাল মল্লিকের স্ত্রী।জানা যায়, প্রতিবেশী সলিমুদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী তার বাড়ির আঙিনায় গাড়ি রাখার জন্য ঘরের দেয়াল যেনতেনভাবে নির্মাণ করেন। এ দেয়ালের পাশ দিয়েই যাতায়াতের সরু রাস্তা। সকাল সাড়ে ১০টার দিকে ওই রাস্তা দিয়ে ২ বোন শিল্পী ও শাহানাজ যাচ্ছিলেন। এ সময় আচমকা দেয়ালটি তাদের উপর ধসে পড়ে।

এতে ঘটনাস্থলেই শিল্পী মারা যান। শাহানাজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৫

▎সর্বশেষ

ad