মোদি আমার দেখা ভালো মানুষদের একজন: ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ - ১০:২১:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিশ্ব নেতাদের নিয়ে ফ্ল্যাগ্র্যান্ট পডকাস্টে নিজের ধারণা তুলে ধরেছেনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আলোচনাতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ আসলে, মোদির প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। জানান, তার দেখা সবচেয়ে ভালো মানুষদের একজন মোদি।

মোদিকে নিজের বন্ধু উল্লেখ্য করে ট্রাম্প বলেন, ‘মোদি আমার বন্ধু এবং আমার দেখা সবচেয়ে চমৎকার মানুষদের একজন। মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারত বেশ অস্থিতিশীল ছিল। বাইরে থেকে তাকে পিতৃসুলভ মনে হলেও তিনি একজন শক্তিশালী ও দৃঢ়চেতা নেতা। মোদি প্রসঙ্গে কথা বলতে গিয়ে টেক্সাসে ২০১৯ সালে অনুষ্ঠিত আইকনিক ‘হাউডি মোদি’ ইভেন্টের কথা স্মরণ করিয়ে দেন ট্রাম্প। যেই ইভেন্টে ভারতীয়-আমেরিকানদের একটি বিশাল সমাবেশে ভাষণ দিয়েছিলেন মোদি। 

যা নিয়ে ট্রাম্প বলেন, ‘তারা টেক্সাসের হিউস্টনে হাউডি, মোদি নামে একটি ইভেন্ট করেছে। যেখানে আমি এবং তিনি ছিলাম। যা এক কথায় দারুণ ছিল। ওই ইভেন্টটি প্রায় ৮০ হাজার লোকের সমাবেশ ছিল, যা বেশ রোমাঞ্চকর ছিল। আমরা এটি নিয়ে আলোচনা করেছি। আজ, হয়তো আমি তেমন কিছু করতে পারব না।’

সে সময় ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মোদির সঙ্গেও তার আলোচনার হয়েছিল বলে জানান ট্রাম্প। সরাসরি পাকিস্তানের নাম না নিয়ে ট্রাম্প বলেন, ‘কয়েকটি অনুষ্ঠানে কেউ ভারতকে হুমকি দিচ্ছিল। আমি মোদিকে বলেছিলাম, আমাকে সাহায্য করতে দিন কারণ আমি এ ব্যাপারে খুব ভালো। যার জবাবে তিনি (মোদি) আক্রমণাত্মকভাবে বলেছিলেন, ‘আমি এটি পরিচালনা করব। কারণ আমরা শত শত বছর ধরে তাদের পরাজিত করেছি। আমি তখন বললাম, ওহ, কি হয়েছে সেখানে।’

উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন মোদির আমন্ত্রণে ভারতে এসেছিলেন। সে সময় আহমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ নামে একটি ইভেন্ট আয়োজন করেছিল মোদি সরকার। যেখানে ১ লক্ষ্যের বেশি লোক অংশগ্রহণ করেছিল। যা দেশের বাইরে কোনো মার্কিন প্রেসিডেন্টের বৃহত্তম সমাবেশ।

 

 

কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ১০:১৮

▎সর্বশেষ

ad