ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ডোমারে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রতারক স্বামীর বাড়ীতে ২০দিন যাবত কলেজছাত্রীর অবস্থান

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৭:৪০:১৩ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রতারক স্বামী আল-আমিনের বাড়ীতে টানা ২০দিন ধরে অবস্থান করছে এলাকার এক কলেজছাত্রী। প্রতারক স্বামী গত ২ বছর পূর্বে গোপনে বিয়ে করে ফয়দা লুটে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানালে কলেজ ছাত্রী তার বাড়ীতে যেতে বাধ্য হয় বলে অভিযোগ করেন।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনয়নের নিজ ভোগডাবুড়ী আনন্দ বাজার এলাকায়। জানাযায় উক্ত গ্রামের পাবনা পাড়া এলাকার এক অসহায় পরিবারের কন্যা (১৮) নীলফামারী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী, তার বাবা মা ঢাকায় চাকুরীরত থাকায় নানা হযরত আলীর বাড়ীতে থেকে পড়ালেখা করে। প্রতিবেশী আনন্দ বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে (পল্লী পশু চিকিৎসক) আল-আমিনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। সর্ম্পককে ধরে রাখতে গত ২৩/০৭/২০২২ তারিখে গোপনে স্থানীয় নিকাহ রেজিষ্ট্রার (কাজী)’র কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

সেই কাজী নামাকে ঢাল হিসাবে ব্যবহার করে কলেজ ছাত্রীকে নিয়ে বিগত ২ বছর যাবত আল-আমিন বিভিন্ন রির্সোট, আবাসিক হোটেল এবং বন্ধুদের বাড়ীতে স্বামী স্ত্রীর পরিচয়ে রাত্রী যাপন করেন। কলেজ ছাত্রী স্ত্রীর মর্যাদা পেতে তাকে চাপ দিতে থাকলে প্রতারক আল-আমিন তালবাহানা করে এক পর্যায়ে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। যার কারণে গত ১৭ সেপ্টেম্বর ২৪ তারিখে বিকালে কলেজ ছাত্রী তার বাড়ীতে গিয়ে অবস্থান নেয়। সেই সংবাদ পেয়ে আল আমিন বাড়ী থেকে পালিয়ে গিয়ে আতœগোপনে রয়েছে। এ বিষয়ে দফায় দফায় ৪বার শালিশ বৈঠক করেও কোন ফল না পাওয়ায় বিগত ২০ দিন যাবত ছেলের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে কলেজ ছাত্রী।

অপরদিকে আল আমিনের বাবা রফিকুল, বড়ভাই আলী রাব্বিল, রাব্বানী ও পরিবরের লোকজন মিলে কলেজ ছাত্রীর উপর মানুষিক নির্যাতন করছে বলে তার পরিবার অভিযোগ করেন। ছাত্রীর মামা মেহেদী হাসান জানান, ছেলেরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি ভিন্নখাতে নিয়ে যাওয়ার পায়তারা করছে। বিয়ে বা সংসারের কথা বললে তারা আমাদের সাথে অসৎ আচরণসহ অপমান অপদস্ত করছে। ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু বলেন, দ্রুত ছেলেকে নিয়ে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যেহেতু মেয়েটি ছেলের বাড়ীতে অবস্থান করছে তার নিরাপত্তা এবং দায়ভার ছেলে পক্ষকে নিতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad