দিনাজপুর তরুণ পার্টির ১১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৬:৪২:৪৯ পিএম

মোঃ আফজাল হোসেন দিনাজপুর, প্রতিনিধি : জাতীয় তরুণ পার্টি দিনাজপুর জেলা ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান এর সুপারিশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো: জাকির হোসেন মৃধা উপস্থিতিতে গত শনিবার কমিটি অনুমোদন দেন।

জাতীয় তরুণ পার্টির দিনাজপুর জেলার আহ্বায়ক : মো: সম্রাট হোসাইন, যুগ্ন- আহ্বায়ক : মো: রুহুল আমিন, সদস্য সচিব : মো: আজিজার রহমান। আগামী ৩মাসের মধ্যে সকল উপজেলা/ থানা/ পৌর কমিটি সম্পূর্ণ করে সম্মেলন করার শর্তে উক্ত কমিটি অনুমোদন করা হয়।

দিনাজপুর জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো:সম্রাট হোসাইন বলেন, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি-দেলওয়ার হোসেন ও দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মো: রুবেলের নেতৃত্বে ভবিষ্যতে জাতীয় তরুন পার্টি সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তোলা হবে।

তিনি আর বলেন, জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রাথী দিবেন। জাতীয় পার্টি সে জন্যে প্রত্যেক জেলায় কর্মী সভা ও দলকে সু-সংগঠিত করবে এবং সকলকে জাতীয় পার্টির পতাকা তলে এক হয়ে কাজ করার আহব্বান জানান।

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad