ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মাটিরাঙ্গায় জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত।

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৫:৫৪:০৪ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নির্ভুল জন্ম নিবন্ধন করব ও শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে,  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় দিকে  উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা  একাডেমিক সুপারভাইজার মোঃ শরীফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী,  উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো.আশরাফুল আলম সিরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আরিফুল মোল্লা,   মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. বরকত উল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান বলেন,জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন প্রাপ্তি একটি শিশুর জন্মগত নাগরিক অধিকার তবে নির্ভুল তথ্য সন্নিবেশিত করা নিবন্ধন কার্যক্রমের সাথে সম্পৃক্ত  সকলকে আরো অধিকতর দায়িত্বশীল ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন ।

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad