
ডেস্ক নিউজ : রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে ১৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি। আগামী বছরের মধ্যে ৫০ কোটি ডলার দেবে।
তিন কিস্তিতে এডিবি বাংলাদেশ ব্যাংককে এ ঋণ দেবে জানিয়ে শিখা বলেন, প্রতি কিস্তিতে ২০ কোটি ডলারের বেশি ঋণ দেবে সংস্থাটি। এর আগে সন্ধ্যায় মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাত করেছে এডিবির প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলে ছিলেন এডিবির জ্যেষ্ঠ উপদেষ্টা এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হো ইয়েন জং এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং।
এছাড়া রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি। বৈঠক শেষ উপদেষ্টা জানান, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সহায়তার অংশ হিসেবে বেশ কয়েকটি ধাপে বাংলাদেশকে বাজেটে অর্থ সহায়তা দেবে এডিবি। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে সংস্থাটি। আগামী দিনে এডিবি বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এডিবি আগামীতেও পরিকল্পনামাফিক বাজেট সহায়তা অব্যাহত রাখবে।
কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০০