লুৎফর রহমান এর কলামঃ কোথাও বেজেছে পাখোয়াজ

superadmin | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ - ১০:০৩:১০ পিএম

কোথাও বেজেছে পাখোয়াজ
———————————-
এরশাদ বিরোধী আন্দোলনের শেষ পর্যায় ৯০ এ আবৃত্তিকার শিমুল মোস্তফার একটি কবিতা আবৃত্তির ক্যাসেট বেড়িয়েছিল। পুরো ক্যাসেটেই ছিল তার ভরাট গলায় কবিতা পাঠ।

পাখোয়াজ কি জানতাম না। কিন্তু শিমুল মোস্তফার কন্ঠে কবিতা শুনে উম্মাদনা অনুভব করতাম।

ছোটবেলায় হাট বাজারে খবর প্রচার করার একটা পদ্ধতি ছিল। ঢোল বা টিনের বাক্সে বারি দিয়ে খবর বলে যেত। এটাকে বলা হত এলান দেয়া। এই এলান দেয়ায় পাখোয়াজ ব্যাবহার করা হত বেশি। কি এই পাখোয়াজ?

পাখোয়াজ ভারতীয় উপমহাদেশের সঙ্গীতে ব্যবহৃত একপ্রকার চর্মাচ্ছাদিত তাল রক্ষাকারী বাদ্যযন্ত্র। এটি একটি শাস্ত্রীয় বাদ্যযন্ত্র।
পাখোয়াজের দুইটি মুখ আছে। এর একটি মুখ অন্যটির তুলনায় সামান্য বড়। কোলের ওপরে নিয়ে বামহাতে বড় মুখ ও ডানহাতে ছোটো মুখটি বাজানো হয়।

এটি গুরুগম্ভীর শব্দ সৃষটি করে। এযুগের পখোয়াজের দেহ কাঠামো তৈরি হয় কাঠ দিয়ে। কিন্তু ঐতিহ্য অনুসারে কেউ কেউ একে মৃদঙ্গের শ্রেণিভুক্ত করে থাকেন। দক্ষিণ ভারতীয় সঙ্গীতে পাখোয়াজের অনুরূপ যন্ত্রকে মৃদঙ্গম বলা হয।

কয়েকদিন যাবত দেশের রাজনীতিতে একটি গুমোট হাওয়া ও অস্বস্তি বিরাজ করছে। স্বাভাবিকতা নেই। নির্বাচনের তপশিল ঘোষিত হয়েছে। আওয়ামী লীগ এবং তার সমমনা অথবা মিত্র দলগুলো প্রার্থী মনোনয়নে ব্যাস্ত।

বিএনপি জামায়াত সহ ডান বাম অনেক শক্তিশালী দল ও জোট এই নির্বাচন প্রতিহতে আন্দোলন, সংগ্রাম, হরতাল অবরোধ পালন করে যাচ্ছে।
সব মিলিয়ে স্বস্তি ও শান্তির বার্তা পাবার আশায় দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। তারা চায় ভোট হোক নিরপেক্ষ, অংশগ্রহনমুলক ও জমজমাট। হাট বাজার চায়ের দোকানে ঝড় উঠুক। ভোট নামক উতসবে মেতে উঠুক এ দেশের ভোট পাগল মানুষগুলো।

কোথাও না কোথাও থেকে একটা পাখোয়াজ বেজে উঠুক। জারি হোক মংগলময় এক এলান। জেগে উঠুক নাগরিকগন। সব মানুষ যেন ভোট সেন্টারে যেয়ে নিজের ভোট নিজে দিতে পারে- এমন অভিলাষে কোথাও বেজে উঠুক এক পাখোয়াজ।

পাদটীকাঃ লেখাটি ২৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে ফেসবুকে প্রকাশিত হয়েছিল।

 

 

লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে চারটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত পাঠক মহলে। গঠনমূলক ও ইতিবাচক লেখনীতে তিনি এক নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন।

 

বিপুল /০৪.০৯.২০২৪/রাত ৯.৫৫

▎সর্বশেষ

ad