আখাউড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাজাসহ ১ জন আটক

Ayesha Siddika | আপডেট: ১৩ জুলাই ২০২৪ - ০২:৪৮:০০ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হইয়াছে।  গত ২৪ ঘন্টায় আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আমেদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হইয়াছে। 

গ্রেফতাকৃত আসামি হল আখাউড়া উত্তর ইউনিয়নের আমেদাবাদ গ্রামের মৃতঃ ফকির চান দাসের ছেলে নারায়ণ দাস। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উত্তর ইউনিয়নের আমেদাবাদ এলাকার একটি পুকুর পাড়ের বাশঝাড়ের ভিতর থেকে আখাউড়া থানা এস আই মোঃ এরশাদ মিয়া, এ এস আই উৎপল দেওয়ান সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস টিম ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১২ কেজি গাজা সহ তাকে আটক করা হইয়াছে । আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। 

 

 

কিউটিভি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/দুপুর ২:৪৫

▎সর্বশেষ

ad