মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাইমদসহ গ্রেফতার দুই।

Ayesha Siddika | আপডেট: ১১ জুলাই ২০২৪ - ০৮:০৪:২৪ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী চোলাইমদ সহ সো.চাঁন মিয়া( ৩৫) মো.আজম ফারুক (১৯)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১টি সিএনজি জব্দ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে  মানিকছড়ি থানার একটি চৌকস দল মানিকছড়ি থানা এলাকায়  ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ২জন ব্যক্তি সিএনজি গাড়িযোগে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ পরিবহন করিয়া মানিকছড়ি হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাইতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায়  চেকপোস্ট স্থাপন করতঃ সিএনজি গাড়ি আটকর্পূবক আসামী  মোঃ চাঁন মিয়া (৩৫), মো.আজম ফারুক (১৯) কে ২০ লিটার চোলাইমদ সহ গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃত আসামী হলেন-মো.চাঁন মিয়া মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউপির ৯নং ওয়ার্ড উওর গাড়িটানা এলাকার মৃত মিয়ার উদ্দিন এর ছেলে।মো.আজম ফারুক (১৯) তিনটহরী ইউপির বড়ডলু এলাকার আবু আলম এর ছেলে।আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad