ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা

সিলেটে লাখো মানুষের পানিবন্দি ঈদ

superadmin | আপডেট: ১৭ জুন ২০২৪ - ০৯:২৪:৪৪ পিএম

ডেস্কনিউজঃ পশু কোরবানি করতে গিয়ে বিভিন্নভাবে আহত হয়ে দেড়শ জনের বেশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে এই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই কোরবানীর পশুর মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। এর পরই আছে গরুর লাথি-গুঁতোয় আহত হয়ে হাসপাতালে আসাদের সংখ্যা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে। তাদের মধ্যে রূপগঞ্জ থেকে আসা মো. মিরাজ জানান (২৭) আজ সকাল থেকে দুটি গরু কাটার কাজের সঙ্গে ছিলেন তিনি। আগামীকাল কোরবানি করা হবে আরেকটি গরু। ওই গরুটি আজ সকালে তার মাথায় গুঁতো দিয়েছে। এতে তার মাথার পুরো একপাশের চামড়া থেঁতলে গেছে। সেখানে সেলাই পড়েছে ২১টি।

মাংস কাটতে গিয়ে চাপাতির আঘাতে আহত চানখারপুল থেকে আসা আনোয়ার হোসেন (৪২) দ্য ডেইলি স্টারকে বলেন, তার ডান হাতের বুড়ো আঙুল কেটে গেছে। পেশায় তিনি একজন রিকশা চালক। কোরবনীর ঈদে এক দিনের জন্য কসাই হিসেবে কাজ করেন। তার মতোই আরেকজন রিকশাচালক তার পেছনে মাংস কাটার কাজ করছিলেন। তার হাত থেকে ছুটে আসা চাপাতির আঘাতে আঙুল কেটে গেছে।

এছাড়া গরুর লাথি খেয়ে হাসপাতালে আসা মাতুয়াইল দক্ষিণ পাড়ার শহীদ বিশ্বাস (৫৫) জানান, এক্স-রে রিপোর্টে দেখা গেছে তার হাতের একটি হাড় ভেঙে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এই সংখ্যা আরও বাড়বে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতরা মাংস কাটার কথা বলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের আহত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিপুল/১৭.০৬.২০২৪/রাত ৯.১৭

▎সর্বশেষ

ad