
স্পোর্টস ডেস্ক : বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার (১৫ মে) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু। ডোনাল্ড লু’য়ের সঙ্গে পিটার হাসও বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাকি ক্রিকেটারদের পাশাপাশি এই সাক্ষাৎকারে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানও।
এদিকে রাতেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। মঙ্গলবার (১৪ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক এবং তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বিশ্বকাপের আগে প্রথমে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আগামী ২১ মে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউতে।
এদিকে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দল রয়েছে। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৪,/বিকাল ৪:০০