আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় সোমবার (১৩ মে) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। খবর নিউইয়র্ক পোস্টের।
এ সময় সুলিভান আরও বলেন, কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দেয়ার জন্য যে আন্তর্জাতিক মানদণ্ড তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র এই মূল্যায়নে পৌঁছেছে। তিনি জানান, মূলত উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যাকাণ্ডকে গণহত্যা বলা হয়। এই নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, বাইডেন হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে, ফিলিস্তিনি বেসামরিক লোকেরা এক ‘নারকীয়’ অবস্থার মধ্যে আছে।
সংবাদ সম্মেলনে সুলিভান আরও বলেন, বাইডেন প্রশাসন ইসরাইলে বোমার চালান স্থগিত করেছে। কারণ আমরা মনে করি না, এসব বোমা ঘনবসতিপূর্ণ কোনো স্থানে ফেলা ঠিক হবে। তিনি বলেন, ‘গাজার সর্বত্র হামাসের পরাজয় নিশ্চিত করতে আমরা এখনো ইসরাইলের সঙ্গে কাজ করছি।’
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৪,/দুপুর ২:১৮