নড়িয়ায় ইসমাইল ও ভেদরগঞ্জে গুলফামের বিজয়

Ayesha Siddika | আপডেট: ০৯ মে ২০২৪ - ০৪:৫৯:৫২ পিএম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলা রির্টানিং অফিসার ৮ মে রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।

নড়িয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান একেএম ইসমাইল হক মটরসাইকেল প্রতিকে ৩০ হাজার ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী মামুন শিকদার (ভিপি মোস্তফা) পেয়েছেন ২০ হাজার ৫২৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাঁস প্রতিকে রাজিয়া সুলতানা। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতিকে মো. আলমগীর ফকির।

ভেদরগঞ্জ উপজেলায় নতুন মুখ হিসেবে আনারস প্রতিকে ৬০ হাজার ৩১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিকে হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। বৈদ্যুতিক পাখা প্রতিকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রোকসানা আনোয়ার। ভাইস চেয়ারম্যান হয়েছেন মাইক প্রতিকে মো. আজহারুল ইসলাম।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মে ২০২৪,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad