ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

শুরু হচ্ছে ইশা-প্রিয়াংকার নায়িকা

Anima Rakhi | আপডেট: ০৯ মে ২০২৪ - ১১:০২:০০ এএম

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী ইশা সাহা। মুখ্য চরিত্রে তিনি। এ ছবিতে আরও আছেন প্রিয়াংকা সরকার। বন্ধুত্বের গল্প বলবে নতুন বাংলা ছবি ‘নায়িকা’। ছবিতে অভিনেত্রী চরিত্রটির নাম রায়া। অন্যদিকে, গৃহবধূ চরিত্রটি সোহিনী। এই দুই চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে ইশা সাহা ও প্রিয়াংকা সরকার।

সমাজের বিপরীত মেরুর দুই নারী একসময়ের বন্ধু। ভাগ্যের লিখনে একসময় তাদের দেখা হয় এবং বদলে যেতে থাকে জীবনস্রোতের সমীকরণ। এই প্রেক্ষাপটেই তার নতুন ছবির পরিকল্পনা করেছেন পরিচালক রোহন সেন। এই ছবি নিয়ে তথ্য ভাগ করে নিলেন পরিচালক।

এর আগে ‘শুভ বিজয়া’ ও ‘পাকদণ্ডী’র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক রোহন। এ ছবিকে কীভাবে সাজিয়েছেন তিনি? 

আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘আমি এই ছবির মাধ্যমে বন্ধুত্বকে উদযাপন করতে চেয়েছি। একই সঙ্গে ছবিটি সম্পর্কের বিভিন্ন আঙ্গিককে উন্মোচন করবে।’

রোহন বলেন, একটি ছবির পোস্টার প্রকাশ অনুষ্ঠানে রায়া সমস্যায় পড়ে। সংবাদমাধ্যমে তাকে নিয়ে নানা কথা লেখা হচ্ছে। এমতাবস্থায় ছোটবেলার বন্ধু সোহিনী আবার রায়ার সঙ্গে যোগাযোগ করে। এক বন্ধুর বিপদে কি অন্যজন সাহায্যের হাত বাড়িয়ে দেবে? এই প্রশ্ন কেন্দ্র করেই ছবির গল্প এগোবে। তিনি আরও বলেন, মজার বিষয়— একসময় দুই বন্ধুই কিন্তু অভিনেত্রী হতে চেয়েছিল। ফলে ছবির মধ্যে একটা অদ্ভুত টানাপড়েন থাকবে।

আগামী ১৭ মে থেকে ‘কিছুক্ষণ এন্টারটেনমেন্ট’ ও ‘ফ্রেম পার সেকেন্ড এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হবে কলকাতায়। এ ‘নায়িকা’ ছবির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজস্ব। ইতোমধ্যে ছবির জন্য লুকসেট হবে ইশা ও প্রিয়াংকার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার, শুভ্রজিৎ দত্ত ছাড়াও অন্যান্য কয়েকটি চরিত্রের জন্য অভিনেতাদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চলছে। 

 

কিউটিভি/অনিমা/০৯ মে ২০২৪,/সকাল ১১:০১

▎সর্বশেষ

ad