ব্রেকিং নিউজ
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম

রংপুরে তিনদিনে তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৫:৫৩:২৮ পিএম

ডেস্ক নিউজ : রংপুরসহ সারা দেশে প্রায় এক মাস থেকে চলছিল তীব্র তাপপ্রবাহ। জনজীবনে নেমে এসেছিল মারাত্মক অস্বস্তি। তবে রংপুরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ করা গেছে। তিন দিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। প্রকৃতিতে মেঘ ডানা মেলে ঘুরে বেড়ালেও বৃষ্টির দেখা নেই। তবে আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি হবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেল ৩টায় রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তিন দিনের ব্যবধানে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা শীত অনুভূত হচ্ছে।

প্রচণ্ড দাবদাহের পরে হঠাৎ করে তাপমাত্রা এত নিচে নেমে যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। তবে আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হচ্ছে। রংপুরের আকাশেও মেঘ রয়েছে। এই কারণে তাপমাত্রা কমে গেছে। রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, আশপাশে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা কমেছে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad