ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রোকসানা ইয়াসমিন ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত।

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৫:১১:৫৪ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি সজল আহাম্মদ খান এর সহধর্মিনী মোসা: রোকসানা ইয়াসমিন , সিনিয়র শিক্ষক (প্রথম শ্রেণী)কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সে গত বছরের ন্যায় এ বছরও পরপর চারবার ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কসবা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে।

শিক্ষার মান নিশ্চিত করণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটি তাহাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটি  রোকসানা ইয়াসমিনকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করেছেন। তাহার শিক্ষাগত যোগ্যতা, এস,এস,সি- এইচ,এস,সি – বি,এসসি,- বি,এড , এম, এ -এম,এড পর্যন্ত সবগুলোতে প্রথম শ্রেণি অর্জন করে উত্তীর্ণ হয়েছে। সরকারিভাবে উচ্চ প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড গিয়েছে। সরকারিভাবে মাস্টার ট্রেইনার হিসেবে নিযুক্ত হয়েছেন ।

মাস্টার ট্রেইনার হিসেবে ঢাকা, কুমিল্লা, ও ব্রাহ্মণবাড়িয়া হইতে অনেক সার্টিফিকেট ও ক্রেস্ট অর্জন করেছেন। সরকারিভাবে এমফিল পিএইচডি করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছেন। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাহার বাবার বাড়ি আখাউড়া হীরাপুর। স্বামীর বাড়ি আখাউড়া দেবগ্রাম জামশেদ খানের বাড়ি। স্বামীর বাড়িতে দেবর-ভাসুর সহ ৫ বউ সরকারি স্কুলের শিক্ষক ও ১ দেবরের বউ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি পদে চাকরি করিতেছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

রোকসানা ইয়াসমিনের দেবর গোপীনাথপুর কলেজের অধ্যাপক জাবেদ আহাম্মদ খান বলেন, আমার ভাবি রোকসানা ইয়াসমিন সিনিয়র শিক্ষক কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তিনি প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছে। তাহার এই সুনাম অক্ষুন্ন থাকায় আমাদের দেবগ্রাম খান বাড়ির সুনাম বৃদ্ধি হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এর পক্ষ থেকে কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসা: রোকসানা ইয়াসমিন ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন এবং জাতীয় পর্যায়ে যেন আরো ভালো ফলাফল করতে পারে সফলতা কামনা করি।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad