ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন

ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমান

Anima Rakhi | আপডেট: ২৯ মার্চ ২০২৪ - ০৫:২৯:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাগরে বৃহস্পতিবার রাশিয়ার একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের মস্কোপন্থী গভর্নর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের ।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, একটি সামরিক উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ উল্লেখ করেননি গভর্নর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফুটেজে একটি উড়োজাহাজকে আকাশ থেকে নিচের দিকে পড়তে দেখা যায়। পড়ন্ত উড়োজাহাজটিতে আগুনের শিখা দেখা গেছে।

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর সেভাস্তোপল। এটি ক্রিমিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময়কালে ক্রিমিয়া বারবার ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সেভাস্তোপলের গভর্নর বলেন, সাগরে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট উড়োজাহাজটি থেকে বের হয়ে যান। তাকে উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে উদ্ধার করা হয়। তার জীবন নিয়ে কোনো আশঙ্কা নেই।

অন্যান্য ভিডিওতে পাইলটকে প্যারাস্যুটে করে নিচের দিকে নামতে দেখা গেছে।

কিউটিভি/অনিমা/২৯ মার্চ ২০২৪/বিকাল ৫:২৯

▎সর্বশেষ

ad