
বিনোদন ডেস্ক : ভালোবেসে দুবছর আগে বিয়ে করেছিলেন নয়নতারা। স্বামী বিঘ্নেশ শিবনের সঙ্গে ভালোই কাটছিল সংসার। বিয়ের বছরেই সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের মা হন অভিনেত্রী।
এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারকা দম্পতি। বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্বামী বিঘ্নেশ শিবনের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়েছে। এরমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে ‘আনফলো’ও করেছেন এই তারকা। নয়নতারা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সে চলে গেল সবকিছু শেষ করে, সারা জীবনের মতো। আমি তা অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’
দক্ষিণী জগতে বেশ আলোচিত নায়িকা নয়নতারা। সম্পর্কের তকমায় রয়েছে অনেকের নাম। তবে সবার নাম পেছনে ফেলে ২০২২ সালে পরিচালক বিঘ্নেশ শিবনের গলায় মালা দেন নয়নতারা। এরপর গত বছরে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুটি বেধে ‘জওয়ান’ সিনেমায় বাজিমাত করেন তিনি।
ভক্তদের মাঝে কোনো কিছু পরিস্কার না করে হঠাৎ বিচ্ছেদের কথা জানালেন এই দম্পতি। বেশি দিন আগে নয় এইতো ভালোবাসা দিবসেও স্বামীকে উদ্দেশ্য করে এক রোমান্টিক পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী। হঠাৎ এই কয়েকদিনে কী এমন হলো এমনটাই প্রশ্ন নেটিজেনদের।
শাহরুখ খানের হাত ধরে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। কেরিয়ারের প্রথম হিন্দি ছবিতেই বলিউডের বাদশার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। কিন্তু প্রথমে শাহরুখের সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না নয়নতারা।
কিউটিভি/আয়শা/০২ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫৫