ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও

Ayesha Siddika | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২৪ - ০৩:৩৪:৪২ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইতে মঙ্গলবার কমেছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৬ হাজার ২৫৬ দশমিক ১২ পয়েন্টে ও ১ হাজার ৩৫৯ দশমিক ৭৭ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩২ দশমিক ১২ পয়েন্টে। 

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৫৮ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫৩ কোটি ৯৪ লাখ টাকা। এ ছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টি কোম্পানির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এ ছাড়া বেস্ট হোল্ডিংস, আফতাব অটোমোবাইলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফু-ওয়াং সিরামিক, ফরচুন সুজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, মন্নো ফেব্রিক্স, এবি ব্যাংক ও একমি পেস্টিসাইড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন একটি বাদে কমেছে সব সূচকের মান। মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৫৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২২ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৯৫০ দশমিক ২৫ পয়েন্টে ও ১০ হাজার ৭৫১ দশমিক ৭৫ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫২ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৮ দশমিক ১১ পয়েন্টে ও ১ হাজার ১৫০ দশমিক ৫৯ পয়েন্টে। তবে ৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৩৬৮ দশমিক ২৭ পয়েন্টে।
 
সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৩ লাখ  টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫ কোটি ৮৮ লাখ টাকা।
 
সিএসইতে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৪

▎সর্বশেষ

ad