
বিনোদন ডেস্ক : সেখানকার একটি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় গুঞ্জন, শাহরুখকে মোবাইলে ধারণ করছেন তিনি, একেবারে ‘ফ্যানগার্ল’ হয়ে। মুহূর্তেই উচ্ছ্বসিত ভক্তরা বললেন, বিশ্বজুড়ে কিং খানের জনপ্রিয়তার আরেক প্রমাণ।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই গল্পের মোড় ঘুরে যায়। কয়েকটি প্রতিবেদনে দাবি ওঠে, হান্দে আসলে শাহরুখকে নয়, তার বন্ধু, মিশরীয় অভিনেত্রী আমিনা খালিলকে ভিডিও করছিলেন। কারণ, সেই সময় মঞ্চে একসঙ্গে পুরস্কার উপস্থাপন করছিলেন আমিনা ও শাহরুখ। অর্থাৎ, ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে, বাস্তবতা নাকি তার চেয়ে ভিন্ন।
এরপরই আগুনে ঘি ঢালে একটি স্ক্রিনশট। যেখানে হান্দের ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখের দিকে তীর চিহ্ন দিয়ে লেখা, ‘এই আঙ্কেল কে?’ সঙ্গে আরও দাবি করেন, তিনি নাকি বন্ধুর ভিডিও করছিলেন, সেই সাথে ভুল তথ্য না ছড়ানোর আহবানও করেন। এই কথিত মন্তব্য ছড়িয়ে পড়তেই ভারতীয় ভক্তদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন।
হান্দে এরচেলের সমর্থকরা বলছেন, ছবিটি পুরোপুরি ভুয়া ও এডিটেড। তারা তার অফিসিয়াল অ্যাকাউন্টের উদাহরণ দিয়ে প্রমাণের চেষ্টা করছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, পোস্টটি দেয়া হয়েছিল, পরে মুছে ফেলা হয়। হান্দের প্রোফাইলে এমন কোনো স্টোরি খুঁজে পাওয়া যায়নি।
আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৫০





