ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

উসকানি দিলে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার নির্দেশ কিমের

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৪ - ০৪:৫৭:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সংঘর্ষের উসকানি দিলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।  

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) পাঁচ দিনব্যাপী সভায় নতুন বছরের জন্য অর্থনৈতিক, সামরিক ও পররাষ্ট্রনীতি বিষয়ক লক্ষ্য নির্ধারণের সময় ওয়াশিংটনের নীতির তীব্র সমালোচনা করেন কিম। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতি যুদ্ধকে অনিবার্য করে তুলেছে।

দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে; কিম ওই সভায় বলেছেন, আমাদের আক্রমণ করার জন্য শত্রুদের বেপরোয়া আচরণের কারণে মনে হচ্ছে, কোরীয় উপদ্বীপে যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। খবর আল জাজিরা। কিম বলেছেন, পারমাণবিক পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্র বিরোধী অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানো ছাড়া তার হাতে আর কোনো বিকল্প নেই।

এ সময় ‘দক্ষিণ কোরিয়ার সমগ্র ভূখণ্ডকে নিস্তব্ধ করে দিতে’ প্রস্তুত থাকার জন্য তিনি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে নির্দেশ দেন। যেকোনো আক্রমণের জবাবে প্রয়োজনে পারমাণবিক বোমা প্রস্তুত রাখার জন্যও বলেছেন তিনি। এই সভায় নতুন বছরে তিনটি গুপ্তচর উপগ্রহ, সামরিক ড্রোন এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।

 

 

কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad