
ডেস্ক নিউজ : ডিবি পুলিশকে স্মার্ট ডিজিটাল পোশাক ও আইডি কার্ড দেয়া হয়েছে। আসামি আটক বা গ্রেপ্তার করার সময় তারা তাদের পরিচয় দিয়েই গ্রেপ্তার বা আটক করে। এর বাইরে কেউ করে থাকলে তারা ডিবি পুলিশ নয় বলে মন্তব্য করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।
রবিবার বেলা বারোটায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করে হারুন অর রশীদ। পাশাপাশি অন্যদেরও আহ্বান জানান, যারা আটক বা গ্রেপ্তার করেন তারা যেন নিজেদের পরিচয় ব্যবহার করেন।
আর যারা গুম বা অপরাধ করতে ডিবির পরিচয় ব্যবহার করে তাদের তথ্যও রয়েছে ডিবির কাছে।এ ছাড়া চলমান হরতাল ও অবরোধ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা নাশকতা করেছে এমন তথ্য প্রমাণও রয়েছে গোয়েন্দা পুলিশের কাছে।
কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৪