
ডেস্কনিউজঃ রাজধানীর গুলশানের ১১১ নম্বর রোডে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে তার বাড়ি ঘিরে রেখে অভিযান শুরু করে র্যাব।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত গুলশানের ১১ নম্বর রোডের ৮ নম্বর বাসাটি ঘিরে রেখেছে র্যাব।
বিপুল/১৬.১১.২০২৩/ রাত ১০.৪৩