ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

মহালছড়িতে দেশীয় তৈরী চোলাই মদ সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটর সাইকেল জব্দ

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৭:৩১:০৪ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মহালছড়ি থানায় পুলিশের বিশেষ অভিযানে   দেশীয় তৈরী চোলাই মদ ও ০১ টি TVS ১০০ সিসি মোটর সাইকেল সহ ০২ মাদক কারবারি গ্রেফতার করেছেন মহালছড়ি থানা পুলিশ। মাদক বর্তমান সমাজের জনজীবনের অন্যতম ত্রাস। এই ত্রাস নির্মুলের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম(বার)  এর নের্তৃত্বে খাগড়াছড়ি জেলা পুলিশ নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মাদক নির্মুলের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানায় এসআই(নিঃ)/ মোঃ আল-আমিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ (১৬সেপ্টেম্বর)  রাত অনুমান  ৯টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন ০১নং মহালছড়ি সদর ইউপিস্থ ০৯নং ওয়ার্ড ২৪ মাইল পাড়া ইসিবি স্কয়ার সংলগ্ন রাঙ্গামাটি টু খাগড়াছড়ি গামি রাস্তার মহালছড়ি  খালের ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ০২ মাদক কারবারি  কে ১ টি TVS  মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জ্ঞান চাকমা (৫২),  খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার  বেলক্কপাড়া এলাকার মৃত ফরলা চাকমার ছেলে লবা চাকমা (৩২)রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকার মৃত সুনু গোলা চাকমার ছেলে। মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল হাসান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু হয়েছে বিধি মোতাবেক আসামীদ্বয়কে কোর্টে প্রেরন করা হয়েছে।

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮
▎সর্বশেষ

ad