দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুললেন ওমর সানী

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:৩৮:২৯ পিএম

বিনোদন ডেস্ক : সমকালীন প্রায় সব বিষয় নিয়েই কথা বলেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। এবার তার পোস্টে উঠে এসেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সামাজিকমাধ্যমে কথা হচ্ছে। এই কাতারে দাঁড়ালেন ওমর সানী। নিজের ফেসবুক পোস্টে ‘কুলি’খ্যাত এই নায়ক লেখেন, সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব, আর পারছি না রাষ্ট্র।

অভিনয়ের বাইরে রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত রয়েছেন ওমর সানী। সর্বশেষ তাকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৭

▎সর্বশেষ

ad