ব‌রিশা‌লে ইয়াবা, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

Ayesha Siddika | আপডেট: ০১ আগস্ট ২০২৩ - ০৫:১৪:৫৬ পিএম

ডেস্ক নিউজ : আটক দুলাল প্যাদা মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের মৃত হাফেজ প্যাদার ছেলে। তিনি রমজানপুর ইউনিয়ন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কাজী ওবায়দুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে জনৈক রশিদ মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া দুলাল প্যাদাকে ১১শ’ পিস ইয়াবা, ২টি দেশীয় তৈরি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।

দুলাল প্যাদার বিরুদ্ধে গৌরনদী ও কালকিনিসহ বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত মাদক সম্রাট। এ ব্যাপারে গো‌য়েন্দা পুলিশ বাদী হয়ে গৌরনদী মডেল মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দুটি থানায় মামলা দায়ের করেছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad