
ডেস্ক নিউজ : সোমবার (২৯ মে) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাম বলেন, জিয়াকে তারা খাটো করতে চায়। বাংলাদেশ যতদিন থাকবে জিয়ার নাম কেউ মুছে ফেলতে পারবে না। জিয়াই শেখ হাসিনাকে দেশে ফিরতে সুযোগ করে দিয়েছেন, সোনার মুকুটসহ সব জিনিস ফিরিয়ে দিয়েছেন জিয়া নিজে।
পেয়ারে পাকিস্তান আওয়ামী লীগের উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিরোধী দল আওয়ামী লীগ হরতাল দিলেও বিএনপি হরতাল বিরোধী মিছিল করেনি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির এ নেতা বলেন, সরকারকে হটিয়েই নির্বাচন দিতে হবে। হাসিনাকে বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। এ সময় নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার জন্যও বলেন তিনি।
একই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সংবিধানে সভা সমাবেশের অধিকার থাকলেও দেশে গণতন্ত্র-মানবাধিকার নেই। আছে শুধু হামলা মামলা। সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে, তারা ভাবছে জুলুম নির্যাতন করে আরেকটি নির্বাচন করবে। তাই বৈশ্বিক নিষেধাজ্ঞার পর এই সরকারে বিরুদ্ধে এবার বাংলাদেশের জনগণ নিষেধাজ্ঞা দেবে, বলেন তিনি।
গাজীপুরে একটু সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানের ফলাফল সরকারের বিরুদ্ধে চলে গেছে। নির্বাচন নিয়ে ফয়সালা হবে রাজপথে। হাজার হাজার মানুষ রক্ত দেবে। তবুও শেখ হেসিনার অধীনে নির্বাচন হতে দেবে না, যোগ করেন আমান।
কিউটিভি/আয়শা/২৯ মে ২০২৩,/বিকাল ৫:৫৮