
বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় বলিউডে কাটিয়েছেন কারিনা কাপুর। বচ্চন পরিবারের হাত ধরে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু তার বোন কারিশমা কাপুরের জন্যই নাকি সুপারহিট হিন্দি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল কারিনাকে। ২০০০ সালে অভিষেক বচ্চন এবং কারিনা দু’জনেই ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। কিন্তু বচ্চন-পুত্র মন বাঁধেন কারিশমার সঙ্গে।
অভিষেক এবং কারিশমাকে ‘হা ম্যায়নে ভি প্যার কিয়া’ ছবিতে জুটি বাঁধতেও দেখা যায়। ২০০২ সালে মুক্তি পায় সেই ছবি। সেই সময় থেকে বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অভিষেক এবং কারিশমা নাকি পাঁচ বছর আগে থেকেই সম্পর্কে রয়েছেন। দুই তারকা নাকি বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। ২০০২ সালে অমিতাভ বচ্চনের জন্মদিনে বাগদান পর্ব সেরে ফেলেন অভিষেক এবং কারিশমা। আংটিবদল হয়ে যাওয়ার পর তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে তাদের সম্পর্ক ভেঙে যায়।
কিন্তু ঠিক কী কারণে অভিষেক এবং কারিশমার বিচ্ছেদ ঘটে সে বিষয়ে বচ্চন এবং কাপুর পরিবার মুখে কুলুপ আঁটে। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিশমা। কিন্তু ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। কারিশমার সঙ্গে বিচ্ছেদের চার বছরের মধ্যে ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক। কারিশমা এবং অভিষেকের সম্পর্কে ভাঙনের প্রভাব এসে পড়ে কারিনার ক্যারিয়ারে। কারিনা একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও নায়কের নাম শোনার পর সেই প্রস্তাব খারিজ করে দেন। যেসব ছবিতে অমিতাভ এবং অভিষেক অভিনয় করতেন, সেই ছবিগুলোতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেন কারিনা।
আদরের বোন ‘লোলো’র সম্পর্ক ভাঙার জন্য বচ্চন পরিবারের ওপর রেগে গিয়েছিলেন কারিনা। তাই অমিতাভ এবং অভিষেকের সঙ্গে একই ছবিতে কাজ করতে চাইতেন না অভিনেত্রী। কিন্তু এর ফলে কারিনা নিজেই তার বিপদ ডেকে আনেন। ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয়ের জন্য বলি পরিচালক সঞ্জয় লীলা বানসালী অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন কারিনাকে। কানাঘুসা শোনা যায়, অমিতাভ সেই ছবিতে অভিনয় করছেন বলে পরে পরিচালক নিজেই কারিনাকে সেই ছবি থেকে বাদ দিয়ে দেন।
কিন্তু বলিপাড়ার একাংশের দাবি- ‘ব্ল্যাক’ ছবির চিত্রনাট্য শোনার পর তা পছন্দ হয়নি কারিনার। কারিনার মনে হয়েছিল, এই ছবি বক্স অফিসে ব্যবসা করতে পারবে না, তাই সঞ্জয়ের প্রস্তাব খারিজ করে দেন কারিনা। কারিনা প্রস্তাব ফিরিয়ে দিলে রানি মুখার্জির কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে যান সঞ্জয়। সঞ্জয়ের প্রস্তাবে রাজিও হয়ে যান রানি। পরে ‘ব্ল্যাক’ ছবিটি মুক্তি পেলে বক্স অফিসে তা সুপারহিট হয়।
শুধুমাত্র ‘ব্ল্যাক’ ছবি থেকেই নয়, সঞ্জয় পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’, ‘রাম লীলা’র মতো ছবি থেকেও বাদ পড়েন কারিনা। কারিশ্মার কারণে বচ্চন পরিবারের কাছ থেকে মুখ ফেরাতে গিয়ে নিজের ক্যারিয়ারের ক্ষতি করেন কারিনা। ‘হা ম্যায়নে ভি প্যার কিয়া’ ছবির প্রযোজক সুনীল দর্শন এক সাক্ষাৎকারে কারিশমা এবং অভিষেকের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘অভিষেক এবং কারিশমার সম্পর্কের বিষয়ে বলিপাড়ার সকলে জানতেন। তাদের যে বিয়ে হবে, তাও সকলে অনুমান করে নিয়েছিলেন। কিন্তু ওদের জুটি আমার ভাল লাগত না।’
সুনীল জানান, ছবির সেটে অভিষেক এবং কারিশমার প্রায়ই ঝগড়া হতো। দু’জনের মতের মিল কখনই হতো না। সুনীল বলেন, ‘অভিষেক এবং কারিশমা যে একে অপরের জন্য নয়, তা আমি দেখেই বুঝেছিলাম।’ সুনীলের মন্তব্য, ‘অভিষেক ভীষণ মিষ্টি একটা ছেলে। কারিশমাও খুব ভালো মানুষ। কিন্তু জুটি হিসেবে তারা একদম মানানসই ছিল না।’
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৩,/রাত ৯:২০