
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে রোববার (১৪ মে) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী থেকে অনেক এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন নেতা রিসেপ তাইয়েপ এরদোগান। যদিও ৫১ শতাংশ ভোট না পাওয়ায় প্রথম রাউন্ডে পুনঃনির্বাচিত হতে পারেননি তিনি। তবে একই সঙ্গে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন একে পার্টির নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স।
তুর্কি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে আলিয়েভ গত দুই দশকে এরদোগানের অধীনে তুরস্ক যে সাফল্য অর্জন করেছে- তা তুলে ধরেন এবং বলেন, এ কারণে তুর্কি জনগণ তাদের নেতার প্রতি আস্থা দেখিয়েছে। এ সময় এরদোগান সদয় বার্তার জন্য আলিয়েভকে ধন্যবাদ জানান। এ ছাড়া ফোনালাপে দুই নেতা দুই দেশের মধ্যে স্থায়ী ও অটল বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। প্রসঙ্গত, এরদোগান প্রথম রাউন্ডে ৪৯.৫ শতাংশ ভোট পেয়েছেন। আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন হবে।
অপরদিকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ নির্বাচনে যে ফলাফল এসেছে, তার জন্য তুর্কি নেতা এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার টেলিফোন করে এরদোগানকে অভিনন্দন জানান তিনি।
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫