
স্পোর্টস ডেস্ক : ডান হাতের তর্জনীতে চিড় নিয়ে ছয় সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন সাকিব। চোটমুক্ত হয়ে পুনর্বাসনে লেগে যেতে পারে আরও কয়েক দিন। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে টেস্ট খেলা হবে না বাঁহাতি এ অলরাউন্ডারের।
১৪ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজটি খেলবে বাংলাদেশ। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণ অনুযায়ী, ততদিনে আঙুলের চিড় সারবে না। যদিও জুলাইয়ে নেটে অনুশীলন করতে পারবেন সাকিব। তবে আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন না তিনি তা প্রায় নিশ্চিত।
তবে নির্বাচক হাবিবুল বাশার আশা করছেন, আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে পারবেন সাকিব। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে জুলাইয়ে। সবার শেষে হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পান সাকিব। পরে এক্স-রেতে চোটাক্রান্ত আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। সূক্ষ্ম চিড় হলে সাধারণত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হয় বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
কিন্তু চোট বেশি হলে ছয় থেকে সাত সপ্তাহ লাগে। ফলে ধারণা করা হচ্ছে, চিড় বেশি পরেছে সাকিবের আঙুলে। এদিকে যদি সাকিব নির্ধারিত সময়ের আগে সুস্থ হয়েও যান, তবুও তাকে আফগান সিরিজে না খেলানোর সম্ভাবনা রয়েছে। কারণ, আফগান সিরিজের পরই বাংলাদেশের সামনে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। ফলে তাকে নিয়ে ঝুঁকি নিবেনা বিসিবি।
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩