
বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা বুবলীর সম্পর্কটা ভালো যাচ্ছে না। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন শাকিব খান। শাকিব খান সম্প্রতি তার সন্তানের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বুবলীর বিলাসী জীবনে টাকার উৎস ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এসব অভিযোগের জবাব দিয়েছেন বুবলী।
ওই সাক্ষাৎকারে শাকিব খান অভিযোগ করেন, ‘শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার নানিই আমার বাসায় নিয়ে আসেন। অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় এসেছে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি। তারপর শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলীও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে।’
এর উত্তরে বুবলী বলেছেন, ‘সবার আগে আমার কাছে ব্যক্তিত্ব, তার পর অন্য কিছু। আমার নিজেরও তো আত্মসম্মানবোধ আছে, জোর করে কেন যাব? আমি কখনো জোর করে তার বাসায় যাইনি, আমি ওই ধরনের মানুষই নই। ’পরিকল্পিতভাবে শাকিবের বাসায় যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শেহজাদকে নিয়ে আমি তার ইচ্ছাতেই ওই বাসায় যেতাম। আর শেহজাদকে কখনো একা নানি দিয়ে পাঠাইনি।
ওখানে সবসময় আমিই নিয়ে যাই, নানি সঙ্গে থাকে। আর উনি বললেন, তার বাসায় নাকি কী সিনক্রিয়েট করে আমাকে বের করে দিয়েছে। আমার সঙ্গে কে নাকি খারাপ ব্যবহারও করেছে? এটার তো প্রশ্নই ওঠে না, চাইলে আপনারা তর ওখানে সিসি ক্যামেরা চেক করেন। তিনি তো দূরের কথা, তার সামনে কেউ আমার সঙ্গে বাজে সিনক্রিয়েট করার সাহস নেই। ওরকম হলে তিনি নিজেই তাদের বকা দিতেন।’
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১৮