
স্পোর্টস ডেস্ক : রোববার (১৪ মে) চেমসফোর্ডে শেষ ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর জয়ের পর গণমাধ্যমকে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্যাটিংয়ে আরও ভালো করতে পারি। বিশেষ করে আজকের (রোববার) মতো পরিস্থিতিতে। প্রথম ২৫ ওভারে আমরাই বলতে গেলে দাপট দেখিয়েছি। ওভার প্রতি ছয়ের মতো করে রান তুলছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি। যে অবস্থায় ছিলাম, ৩০০ থেকে ৩১০ রান করা উচিত ছিল। এই একটা জায়গায় আমরা ভালো করতে পারি।’
টপ অর্ডার ও মিডল অর্ডার অনেকটাই দাঁড়িয়ে গেলেও লোয়ার মিডল অর্ডারে সাত নম্বর পজিশনে এখনও কাউকে নিশ্চিত করতে পারেনি টাইগার ম্যানেজমেন্ট। ফিনিশারের অভাবে ভুগতে হচ্ছে প্রায়ই। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচই যার প্রমাণ। তবে তামিম জানিয়েছেন, ফিনিশার হিসেবে বিশ্বকাপে নতুন কাউকে দেখা যাবে না। বরং পুরনোদেরই সে ক্ষেত্রে আফিফ ও ইয়াসির রাব্বির পাশাপাশি বিবেচনায় আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।
তামিম বলেন, ‘এখনও (বিশ্বকাপের) এক দুটি জায়গা নিয়ে ভাবছি আমরা। আফিফ আছে, ইয়াসির আছে, রিয়াদ ভাই আছেন। যে সবচেয়ে মানানসই হবে, তাকে বিবেচনা করা হবে। অবশ্যই রিয়াদ ভাইয়ের অভিজ্ঞতা বড় ব্যাপার। আফিফের এমন কিছু আছে, যা খুব বেশি বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে নেই। ওর ব্যাটিং আমি উপভোগ করি। ইয়াসিরের ক্ষেত্রেও একই কথা। আমি এখনও কিছু ঠিক করে রাখিনি। এশিয়া কাপ এলে বুঝে নিতে পারবেন, বিশ্বকাপের দল কেমন হবে।’
ওপেনিংয়ে সাম্প্রতিক সময়ে তামিমের সঙ্গী হিসেবে লিটনই নিয়মিত খেলছেন। কিন্তু গতকাল ম্যাচে তামিমের সঙ্গী হয়েছেন রনি তালুকদার। দীর্ঘ আট বছর পর লিটন নেমেছিলেন চার নম্বরে। ওপেনিংয়ে নেমে রনি মাত্র ৪ রান করলেও এখনই তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে নারাজ তামিম। তিনি বলেন, ‘বেশির ভাগ সময় আমি আর লিটনই ওপেন করি। আজ (গতকাল) রনি ওপেন করেছে। যদিও রান পায়নি। একটা মানুষকে এক ম্যাচ সুযোগ দিয়ে বদলে ফেলাটা কতটা যুক্তিযুক্ত, আমি জানি না। সব আমার হাতেও নেই। এখানে আমার সীমাবদ্ধতা আছে। (বিশ্বকাপে দল নিয়ে ভাবার) জায়গা এটা একটা। আর ৬-৭ নম্বরেও খেলোয়াড় দেখছি আমরা।’
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১৮