
স্পোর্টস ডেস্ক : রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড। টানটান উত্তেজনাকর সেই ম্যাচে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক স্পেলে অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকতে হয় কাটার মাস্টারকে। শেষ ম্যাচে নামার আগে কোনো পরিকল্পনা ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজ বলেন, ‘এক দিন আগে থেকেই আমি ভাবছিলাম যে ৫ উইকেট নেব।’
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে অবিশ্বাস্য সুন্দর বোলিং করে ম্যাচ সেরা হন মোস্তাফিজ। ম্যাচ সেরার ৭৫০ ডলার দিয়ে কী করবেন? এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে মোস্তাফিজ বলেন, ‘শপিং করব।’
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৩,/বিকাল ৫:৪৮