
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, দেশের প্রেসিডেন্ট নির্বাচনে তারা ‘স্পষ্ট এগিয়ে’ রয়েছেন। রাজধানী আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেছেন।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তুর্কি নেতা বলেছেন, দেশি এবং বিদেশি উভয় ভোট এখনও গণনা করা হচ্ছে, প্রাথমিক ফলাফলে ‘আমরা অনেক এগিয়ে’ রয়েছি।
এরদোগান বলেন, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২ দশমিক ৬ মিলিয়ন বেশি ভোট পেয়েছেন, তবে চূড়ান্ত ফলাফলে সংখ্যাটি আরও বাড়বে।
গত দুই দশক ধরে তুরস্ক শাসন করা এই নেতা বলেন, ১৪ মে’র নির্বাচনের মাধ্যমে দেশ আরেকটি ‘গণতন্ত্রের উৎসব’ সম্পন্ন করেছে। এই নির্বাচন দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতির একটি সাক্ষী হয়ে থাকল।
‘যারা সংসদে আমাদের জোটকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, তারা অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচনে স্থিতিশীলতার পক্ষে থাকবে,’ যোগ করেন এরদোগান।
কিউটিভি/অনিমা/১৫ মে ২০২৩,/দুপুর ২:২৭