
আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় একটি কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন।
রবিবার সকালে গ্যাস লিকের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি।
পুলিশ পুরো এলাকা ঘেরাও করে রেখেছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল, ডাক্তার, ফায়ার বিগ্রেড অবস্থান করছে। এছাড়া ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ৫০ সদস্যের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে এনডিটিভি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৭.১৫ মিনিটে গ্যাস লিক এবং আকস্মিক মৃত্যুর বিষয়ে ফোন আসে তাদের কাছে। দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে রাস্তার ধারে লোকজনকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা।
নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এদের মধ্যে মধ্যে ১০ এবং ১৩ বছর বয়সী দুই ছেলে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লুধিয়ানার উপ বিভাগীয় ম্যাজিস্ট্রেট স্বাতি টিওয়ানা এএনআইকে জানিয়েছেন, অবশ্যই, এটি একটি গ্যাস লিক কেস। গ্যাসের প্রকৃতি এবং উৎস এখনও জানা যায়নি, এ বিষয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দল তদন্ত করছে।’
লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরভী মালিকের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সম্ভবত ম্যানহোলের মিথেনের সাথে কোন রাসায়নিক বিক্রিয়ায় এ বিষক্রিয়া ঘটে থাকতে পারে।
এদিকে এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সবাইকে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।
কিউটিভি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১০