গরমে ছড়িয়ে যাচ্ছে কাজল? রইলো পাঁচ উপায়

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৭:০৮:৩৫ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : অফিস কিংবা অনুষ্ঠান কাজল পরতে পছন্দ করেন অনেকেই। তবে গরমের এই সময়ে কাজল পরলেই ঘণ্টাখানেক পর থেকেই তা গলতে শুরু করে। পুরো সাজটাই যেনো মাটি হয়ে যায়। তবে এমন কিছু ঘরোয়া উপায় আছে, যা মানলে কাজল কখনোই চোখ থেকে ছড়িয়ে পরবে না। জেনে রাখুন উপায়গুলো

১) মেকআপ শুরু করার আগে চোখের কোন, চোখের উপরের অংশ ভাল করে টিস্যু পেপার কিংবা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিন। একটি সুতি রুমালে বরফ নিয়ে, তা দিয়ে চোখে ও তার চারপাশে হালকা করে মালিশও করুন। এতে ঘাম, অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। দীর্ঘক্ষণ টিকবে কাজল।

২) মেকআপের সময় অনেকেই প্রাইমার এড়িয়ে চলেন। কাজল লাগানোর আগে কিন্তু প্রাইমার লাগাতে ভুলবেন না। এতে কাজল লাগানোও অনেক সহজ হবে। কাজল ছড়াবে কম।

৩) চোখের চারপাশে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ করুন। ক্রিম যেন পুরোপুরি ত্বকের সঙ্গে মিশে যায়। কাজল লাগানোর আগে এই কৌশল নিলে অতিরিক্ত তেলও চলে যায়, চোখের চারপাশ পরিষ্কারও হয়।

৪) যাঁদের ত্বক বেশি তেলতেলে, তাঁরা চোখের কোণে অতিরিক্ত তেল সাফ করার জন্য একটি ইয়ার বাড দিয়ে হালকা করে পরিষ্কার করে নিতে পারেন জায়গাটি।

৫) চোখের ভেতরের দিকে পানি বেশি থাকায় কাজল ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে বেশি। তাই আইলাইনের নিচে কাজল লাগানোর পরে কালো কিংবা ব্রাউন আইশ্যাডো দিয়ে আরও একটি পরত দিন। এতে কাজল লেপ্টে গেলেও সহজে বোঝা যাবে না, আবার ধোঁয়াটে বা ‘স্মোকি লুক’-ও আসবে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad